Skip to main content

প্রিয় অভিভাবকঃ

 প্রিয় অভিভাবকঃ


বিজ্ঞানের কল্যানে পৃথিবী যত এগিয়ে

যাচ্ছে, কিছু কিছু সাইড ইফেক্ট তেমনি

ছড়িয়ে পড়ছে মানব জাতীর মাঝে। প্রতিটি

ভাল কিছুর সামান্য খারাপ দিক থাকবেই।

সেটা মেনে নিয়েই উন্নতির সোপান বেয়ে

এগিয়ে যেতে হয় সাফল্যের এক প্রান্ত থেকে

অন্য প্রান্তে।

গত ১৩ মাসে-সুইডেন, ইন্ডিয়া, চিন, কঙ্গো,

ফিনল্যান্ড, অস্ট্রিয়া আর বাংলাদেশ মিলে

প্রায় বৈদ্যুতিক তার থেকে ৯৭৯ টি দুর্ঘটনা

ঘটেছে। শিশুদের নিয়ে করা জরিপে এমনটি

দাবি করেছে UNICEF. বিষয়টি নিয়ে আমি

লিখতাম না, যদি আমার পাশের ফ্লাটের ১৪

মাস বয়সি সন্ধি মনির মারত্বক দুর্ঘটনাটি না

ঘটতো frown emoticon

আপনি নিশ্চয় জানেন যে - আপনার ছোট

সোনামনিটির বয়স যখন ৭ মাস বা ততোধিক হয়

তখন তার নতুন দাত গজাতে শুরু করে। এ সময়ে

বাচ্চারা অনেক কিছুতেই কামড় দিতে পারে,

এমনকি এলেক্ট্রিক কেবলও হতে পারে। উপরের

আবরন ভেদ করে দাত যদি বৈদ্যুতিক

প্রবাহনালী তে পৌছায় তাহলে ভয়ংকর বিপদ

যে হতে পারে সেটা নিশ্চয় আপনার বুঝতে কষ্ট

হচ্ছে না। আপনার বাচ্চাটির মৃত্যুর কারন হতে

পারে এই ইলেক্ট্রিক সচল ক্যাবল। ঘরে এই বয়সি

বাচ্চা থাকলে-বৈদ্যুতিক সংযোগ যুক্ত কোন

ক্যাবল তার নাগালের মধ্যে না রাখাটাই

উচিত। বিশেষ করে মাল্টি প্লাগ, হেয়ার

ড্রায়ার, বেলেন্ডার ইত্যাদির সাদা রঙয়ের

ক্যাবল গুলোই বেশি বিপদ জনক।

এছাড়া সুইচ বোর্ড ও প্লাগ প্যানেলও ৭ মাস

থেকে ৩/৪ বছর বয়সি বাচ্চাদের জন্যও অনেক

বিপদ জনক।

সামান্য সচেতনতা অনেক বড় বিপদ এড়িয়ে

যেতে সাহায্য করবে।

নিজে সচেতন হন এবং শেয়ার অন্যকে সচেতন

হতে সাহায্য করুন।..............

Comments

Popular posts from this blog

সিলেটে কোয়ারেন্টাইন এ থাকা এক নারীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।

  প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা যু’ক্তরাজ্য ফেরত এক নারীকে যৌ’ন হয়’রানি করেছেন হোটেল নুরজাহানের এক কর্মচারী। বৃহস্পতিবার (১ এপ্রিল) নগরীর হযরত শাহ জালাল দরগাহ গেইটস্থ হোটেল নুরজাহানে এ ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধা ৭টা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত হোটেলের ওই কর্মচারী যু’ক্তরাজ্য ফেরত ওই নারীকে মোবাইলে ফোন দিয়ে বার বার বির’ক্ত করে। এক পর্যায়ে রুমের ভেতর প্রবেশ করে যৌ’ন হয়’রানির চেষ্টা করে। এসব বিষয় ওই নারী পরিবারের লোকজনকে জানালে পরিবারের লোকজন পু’লিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালী থা’না পু’লিশ ঘটনাস্থলে আসে। জামাল আহম’দ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, কোয়ারেন্টাইন থাকা লন্ডন প্রবাসীর রুমে গিয়ে ওই নারীর হাতে পায়ে ধরে বিভিন্নভাবে যৌ’ন হয়’রানির চেষ্টা করে। শুরুতে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে তারা পাত্তা দেয়নি। পু’লিশ আসার পর তারা এই কর্মী শাহীনকে হোটেলে আনাচ্ছে। ঘটনাস্থলে থাকা কোতোয়ালী থা’নার এসআই সুহেল  বলেন, খবর পেয়ে আম’রা এসেছি। এখন হোটেলের যে কর্মচারীর বি’রুদ্ধে অ’ভিযোগ তাকে আনা হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এরআগে সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ...

😢করোনা উৎসব 😢

 😢করোনা উৎসব 😢 সারা পৃথিবীর মানুষ যখন এই ভয়ংকর করোনাভাইরাসের আক্রমন নিয়ে আতংকিত। সেখানে আমরা বাংলাদেশের মানুষেরা নিশ্চিন্তায় ঘুরে বেড়াচ্ছি। আমরা এতটাই বুদ্দিমান জাতি যেখানে দেশের বিপদের দিনে কিছু...........টাইপের উরধতন    কর্মকর্তা নানা ধরনের ফানি ট্রল করতেছে। আর আমরাও তাদের সাথে তাল মিলাইতেছি। আবার দেখা যাচ্ছে যে ভয়ংকর করোনাভাইরাস এর কারনে সরকার বাংলাদেশের সকল অফিস বন্ধ ঘোষণা করছে, যাতে করোনাভাইরাস নিয়ন্ত্রনে রাখা যায়।আর আমরা বাংগালীরা এই অফিস বন্ধ /ছুটিকে একটা উৎসবের ছুটির মত মনে করে,গ্রামের বাড়ি যাওয়ার জন্য বাস স্টেশন, রেল স্টেশন এবং বিভিন্ন টার্মিনাল গুলোতে ভীড় জমাইতেছি। কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমরা যে সকল জায়গায় ভিড় জমাইতেছি সেখানে যদি ১ জন করোনাভাইরাস আক্রান্ত থাকেন তাহলে সবায় আক্রান্ত হবে।এমতাবস্থায় আমরা যখন গ্রামের বাড়িতে যাব সেখানে আমার পরিবারের লোকজন, আমার বাবা,মা,ভাই,বোন,স্ত্রী, সন্তান সকলেই আক্রান্ত হবে। আমার পারাপ্রতিবেশি কেউ সংস্পর্শে এলে আক্রান্ত হবে।তাদের থেকে আরও লোকজন আক্রান্ত হবে।একবার ভাবুন আমাদের একটু অসচেতনতার কারনেই ঘটবে। তাই যদি আমরা আমাদের ...