Skip to main content

Attention off guardian

 Caution when going for walks with children

I often want to go out for a walk with the little sonamanitake not so! So we went to Shaheed Minar or Ramna Park. Winter morning. Pleasant quiet environment under the open sky.

Babuta is playing alone. You may be standing at a distance taking pictures, videos, or silently watching your child's activities. Some things will happen at that time. If you notice, you will see that some bad women and men will be circling the baby from a distance. Hut will create a situation that will make you uncomfortable.

# Hurry up and see that a gentleman (possibly a Punjabi-bearded cleric type) may come to your grandfather and play with him in a childish manner. Then suddenly a madman will come from nowhere and take you home or grab you. And at the same time some people will surround you  and pretend to kill the madman .The baby disappears as soon as you push the crowd out.

#Or is urging the child's father to hold a cigarette with one cigarette, or is pressuring the mother to have another cup of tea with another tea, or is trying too hard to sell a nut with one. Whether you drink tea, cigarettes or nuts. Diameter, will go straight to the hospital unconscious. Meanwhile, move your child to the right place.

Some of them will be rickshaw pullers, some will be sweepers, some will be nuts.

Small children are very attractive to them. Begging can be done with them. If it is a little big, eyes, kidneys, lungs can be sold and killed. Or you can beg by sitting on the street with your hands and feet useless. On the streets, especially in Gulistan, Paltan or any other busy street, some women begging with baby in their lap will see any signs of motherhood in the last two / three years, no fatigue or exhaustion in their body but claim the hired child as their own child. These babies are usually collected this way. Of course, some are also collected through work buyers. Your child is playing in the garage in front of the flat. Suddenly the maid of the house next door took him away to caress him. You never know what will happen next . # Apart from all the above incidents and in any other way the child can be kidnapped which is beyond our comprehension. Take someone with you when you go for a walk and stay very close to the baby. If you see anything suspicious, leave immediately. Maybe don't eat anything at such a time.

But don't go for less that your full potential. Be sure to travel, but be aware. All the best. Good luck to everyone.


Comments

Popular posts from this blog

Nice love story

  ছেলে : আমাদের রুম ডেট হবে 12 তারিখ! মেয়ে : ঠিকাছে। ছেলে : "হ্যলো লিটন, তোর ফ্ল্যাটের চাবিটা রেখে যাইস। মেয়েটারে পটায়া ফেলছি!" মেয়ে : আম্মু আমার না 12তারিখ একটা এক্সাম আছে। এক্সামের পর এক বান্ধবীর বাসায় দাওয়াত আছে। ফিরতে দেরি হবে। আব্বু তুমি টেনশন করো না। আরলি ফিরে আসবো। ভাইয়া তোকে আমায় এগিয়ে আনতে হবে না। বিশ্বাস রাখিস তোর বোন আর 10 টা মেয়ের মতো খারাপ না। বাড়ির সবাইকে ম্যানেজ করে মেয়ে চলল লিটনের ফ্ল্যাটে! পেছনে ফেলে গেল সমাজ! সমাজ আজ খুব তুচ্ছ! লিটনের ফ্ল্যাটটাই অনেক বড়! যাওয়ার পথে সমাজ বলল "যাও মা যাও। তবে সমাজের মান সম্মানটা একটু রেখে চলো।" অতপর ফ্ল্যাটে এসে হাজির। ছেলে : এত্ত দেরি করলা ক্যান? এমন শুভ কাজে কেও এত্ত দেরি করে? তোমার জ্ঞান কবে হবে বলতো? এটা হল অমুক, ও তমুক, ও তমুক ও তমুক। ওরা আমার ফ্রেন্ড। খুব ভাল ছেলে ওরা। দুনিয়া ওল্টে যাবে কিন্তু এ কথা কাওকে বলবে না। মেয়ে : ভাইয়ারা ভাল আছেন? বন্ধুরা : (মনে মনে) বন্ধুর সামনে বৌ এর সাথে তো কোন পাগলেও সেক্স করে না। করে? যে ছেলে বন্ধুদের জানিয়ে সেক্স করে সে কি আর তোরে বিয়ে করবে? ওর একটা মান সম্মান আ

প্রিয় অভিভাবকঃ

 প্রিয় অভিভাবকঃ বিজ্ঞানের কল্যানে পৃথিবী যত এগিয়ে যাচ্ছে, কিছু কিছু সাইড ইফেক্ট তেমনি ছড়িয়ে পড়ছে মানব জাতীর মাঝে। প্রতিটি ভাল কিছুর সামান্য খারাপ দিক থাকবেই। সেটা মেনে নিয়েই উন্নতির সোপান বেয়ে এগিয়ে যেতে হয় সাফল্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। গত ১৩ মাসে-সুইডেন, ইন্ডিয়া, চিন, কঙ্গো, ফিনল্যান্ড, অস্ট্রিয়া আর বাংলাদেশ মিলে প্রায় বৈদ্যুতিক তার থেকে ৯৭৯ টি দুর্ঘটনা ঘটেছে। শিশুদের নিয়ে করা জরিপে এমনটি দাবি করেছে UNICEF. বিষয়টি নিয়ে আমি লিখতাম না, যদি আমার পাশের ফ্লাটের ১৪ মাস বয়সি সন্ধি মনির মারত্বক দুর্ঘটনাটি না ঘটতো frown emoticon আপনি নিশ্চয় জানেন যে - আপনার ছোট সোনামনিটির বয়স যখন ৭ মাস বা ততোধিক হয় তখন তার নতুন দাত গজাতে শুরু করে। এ সময়ে বাচ্চারা অনেক কিছুতেই কামড় দিতে পারে, এমনকি এলেক্ট্রিক কেবলও হতে পারে। উপরের আবরন ভেদ করে দাত যদি বৈদ্যুতিক প্রবাহনালী তে পৌছায় তাহলে ভয়ংকর বিপদ যে হতে পারে সেটা নিশ্চয় আপনার বুঝতে কষ্ট হচ্ছে না। আপনার বাচ্চাটির মৃত্যুর কারন হতে পারে এই ইলেক্ট্রিক সচল ক্যাবল। ঘরে এই বয়সি বাচ্চা থাকলে-বৈদ্যুতিক সংযোগ যুক্ত কোন ক্যাবল তার নাগালের মধ্যে না রাখাটাই উচিত।